আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ইউনাইটেড পিপলস বাংলাদেশ—আপ বাংলাদেশ-এর প্রথম জাতীয় সমন্বয় সভা ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা, থানা, মহানগর, ক্যাম্পাস চ্যাপ্টার, নারী উইংসহ বিভিন্ন শাখা ও বিভাগের আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আয়োজিত এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে।
শুক্রবার (২৮ নভেম্বর) সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি ৭০টির বেশি জেলা, উপজেলা, থানা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও যুব উইং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক বিস্তার, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং ভবিষ্যৎ করণীয়—এসব বিষয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় হয়।
সভাপতির বক্তব্যে আলী আহসান জুনায়েদ বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবে আপনারা যেভাবে জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, তেমনি নতুন বাংলাদেশ নির্মাণেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। আপ বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়; গুণগত পরিবর্তন, কার্যকর সংস্কার ও জনগণের ক্ষমতায়নের রাজনীতি করতে চায়। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের এগোতে হবে।”
সভায় সদস্য সচিব আরেফিন মো. হিজবুল্লাহ আট মাসের সাংগঠনিক বিস্তার, কার্যক্রম ও সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেন। প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত নির্বাচনকেন্দ্রিক আপ বাংলাদেশের অবস্থান ও দিকনির্দেশনা জানান। প্রধান সংগঠক নাঈম আহমাদ সাংগঠনিক শৃঙ্খলা, সদস্য বৃদ্ধি ও সংহতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া উপস্থিত বিভিন্ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা তাদের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ এবং প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনায় এগিয়ে আসে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা।
সমন্বয় সভার শেষে জানানো হয়—নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে আপ বাংলাদেশ অঙ্গীকারবদ্ধভাবেই কাজ করে যাবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: