• NEWS PORTAL

  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন: শিমুল বিশ্বাস

রাজেক জাহাঙ্গীর, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ২৮ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:২১, ২৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন: শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপি দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং উন্নয়নের রাজনীতি করে। দেশের মাটি ও মানুষের স্বার্থ বোঝে। সে কারণে আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মপরিকল্পনা নিয়েছেন। 

তিনি বলেন, তারেক রহমান আগামীর দিনে রাজনীতিকে আরও কঠিন ও জনবান্ধব করতে চান। যে রাজনীতির সূচনা করেছিলেন তাঁর পিতা শহীদ জিয়াউর রহমান ও মাতা বেগম খালেদা জিয়া। তারেক রহমান বলেছেন ঢাকা শহরের অট্টলিকায় থেকে রাজনীতি করা যাবে না, জনগণের পাশে যেতে হবে। রাষ্ট্রীয় দুনীতি বন্ধ এবং জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব নেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। 

শুক্রবার (২৮ নভেম্বর) যশোর জেলা শ্রমিকদল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। টাউন হল ময়দানে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর)  আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। 

সমাবেশে শামসুর রহমান শিমুল বিশ্বাস আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি শ্রমিকদের মর্যাদা এবং তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। শ্রমিকদের সুবিধার্থে তিনি দেশের কলকারখানাগুলোতে তিন শিফটে কাজ চালু করেছিলেন। বিদেশে কর্মরত শ্রমিকদের অর্জিত অর্থ দেশের বৈদেশিক আয়ের প্রধান খাত। সেই জন্য বিদেশে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রের টাকায় বিদেশে বাড়ি বানিয়েছেন। আগামী দিনে সেই সুযোগ আর কেউ পাবে না। 

তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অসামান্য ভূমিকা রয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবেও শ্রমিকদলের শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণির মর্যাদা যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দিয়েছেন, আগামী দিনেও তারেক রহমান দেবেন। তিনি ঘোষণা দিয়েছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সকল বন্ধ কলকারখানা চালু করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিটি পরিবাবের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করার ঘোষণা দিয়েছেন। যে কার্ডের অর্থ দিয়ে তারা সাংসারিক ব্যয় নির্বাহ করতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে ধানের শীষে প্রাথী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুমীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিকদলের সহ সভাপতি ফারাজি মতিয়ার রহমান,  খুলনা মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মজিবুর রহমান, জেলা শ্রমিকদলের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি হাফিজুর রহমান, শ্রমিক দল নেতা শহীদ আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।

বিভি/এজেড

মন্তব্য করুন: