নির্বাচিত সরকার ছাড়া বিদেশি সাহায্য-বিনিয়োগ পাওয়া সম্ভব নয়: খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে বিনিয়েগ কিংবা সহযোগিতা পাওয়া সম্ভব নয়। আমরা ভেবেছিলাম ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতাকালে দেশে বিনিয়োগ বাড়বে, তবে সেটি হয়নি। তাই দ্রুত সময়ে একটি নির্বাচিত সরকার জরুরী। বিগত সময়ে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার ইতিহাস বাংলাদেশে রয়েছে, একমাত্র এই সরকারই প্রায় দুই বছর অতিক্রম করতে চলেছে। এই নির্বাচন আরো আগে বলে বেগম জিয়া নির্বাচন ও দলীয় ক্ষমতা দেখে যেতে পারতেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিবি এমএ জলিল, এডভোকেট আব্দুল বাসেত, হারুনুর রশিদসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: