• NEWS PORTAL

  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ক্ষমতায় গেলে পাহাড়ে শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনবে বিএনপি: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৭, ২৮ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:২৮, ২৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ক্ষমতায় গেলে পাহাড়ে শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনবে বিএনপি: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনবে। প্রথমে পাহাড়ে ভাইয়ে-ভাইয়ে হানাহানি ও অস্ত্রের ঝনঝনানি বন্ধ করবে। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা পৌর টাউন প্রাঙ্গণে বিএনপির প্রার্থীর সমর্থনে চাকমা নেতৃবৃন্দ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, "বিএনপি দলটি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরাও জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে কাজ করতে চাই। বিএনপি আপনাদের সকলে সহযোগিতা চায়। আসন্ন সংসদ নির্বাচনে পাহাড়ের উন্নয়নে কাজ করার জন্য ধানের শীষে ভোট চেয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

বিএনপি ক্ষমতা গেলে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার অঙ্গীকার করেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা।

খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার চাকমা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। 

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট রিপল চাকমা সহ স্থানীয় চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিভি/এজেড

মন্তব্য করুন: