নরসিংদীতে যুবলীগ নেতার কোটি টাকার সম্পত্তি জব্দ
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে নরসিংদীর পলাশে দেলোয়ার হোসেন দেলু নামে এক যুবলীগ নেতার সাড়ে ৮ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে সমন্বিত জেলা গাজীপুর ও নরসিংদী কার্যালয়ের তত্ত্বাবধানে ডাঙ্গা ইউনিয়নে অবৈধ আয়ে অর্জিত দুটি বহুতল ভবন ক্রোক করে সরকারি তত্ত্বাবধানে দেয় দুদক। অভিযুক্ত যুবলীগ নেতা দেলোয়ার হোসেন কাজিরচর গ্রামের সুরুজ আলীর ছেলে ও ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর (নরসিংদী) এর সহকারী পরিচালক মো. এনামুল হক কর্তৃক দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ সংশোধনী ২০১৯ এর ১৮ বিধি অনুযায়ী দেলোয়ারের অবৈধ সস্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। পরে প্রাথমিক অপরাধ প্রমাণিত হওয়ায় দেলোয়ার হোসেন দেলুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্থাবর সম্পদ ক্রোকাদেশ ও রিসিভার নিয়োগের আদেশ জারি করেছেন আদালত।
অভিযুক্ত যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, রাহাজানি, ডাকাতি, চাদাবাজি, জমিদখলসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দেয় যুবলীগ নেতা দেলু।
অভিযানে দুদকের কর্মকর্তার পাশাপাশি আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, ডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শিউলি রানি ধর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলদর দাস।
বিভি/এসজি




মন্তব্য করুন: