• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: বদিউল আলম 

প্রকাশিত: ১৪:৩৯, ১৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: বদিউল আলম 

পতিত শক্তি যারা পালিয়ে গেছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কিছুটা আশঙ্কা থাকলেও সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে এই আশঙ্কা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। 

আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এ কথা বলেন তিনি। জানান, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কতির অবক্ষয়ের কারনেই হাদির ওপর গুলির মতো ঘটনা ঘটেছে। এছাড়া, প্রযুক্তির প্রসারের কারণে বর্তমান সময়ে সঠিক তথ্য প্রবাহ নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য মানুষকে বিভ্রান্ত করতে পারে নির্বাচনের ফলাফল নিয়েও গুজব ছড়াতে পারে। এ জন্য ফ্যাক্টচেকিং এর ব্যবস্থা গণমাধ্যম গুলোকে চালু করার আহ্বানও জানান তিনি। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2