মব ভায়োলেন্সের সাথে সরকারের একটি অংশের সমর্থন আছে: নাহিদ ইসলাম
ছবি: নাহিদ ইসলাম
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া মব ভায়োলেন্সের সাথে সরকারের একটি অংশের সমর্থন আছে, রাজনৈতিক সমর্থন আছে, এছাড়া এটি করা সম্ভব হতো না।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত 'মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ' শীর্ষক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি
রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত হয়ে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেন।
বিভি/এআই




মন্তব্য করুন: