• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সিলেটে যাত্রাবিরতি দিয়ে ঢাকা আসবে তারেক রহমানকে বহনকারী বিমান

প্রকাশিত: ১৪:০১, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সিলেটে যাত্রাবিরতি দিয়ে ঢাকা আসবে তারেক রহমানকে বহনকারী বিমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির করার কথা রয়েছে। এ উপলক্ষে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

তারেক রহমানের যাত্রাবিরতিকালে বিমানবন্দর এলাকায় কোনো ধরনের জনসমাগম করতে দেওয়া হচ্ছে না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার স্বার্থে তিনি সিলেটে বিমান থেকে নামবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা বেড়েছে। এরই মধ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

এদিকে, বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 
 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2