• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন সারজিস

প্রকাশিত: ১১:০৯, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন সারজিস

দীর্ঘ প্রায় দেড়যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে প্রস্তুত সর্বস্তরের মানুষ। ৩০০ ফিট এলাকায় হচ্ছে বিশাল সংবর্ধনার আয়োজন। তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন অনেকেই। 

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম মুখ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমও স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। 

সারজিস লিখেছেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই। 

তিনি আরও লিখেছেন, পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্খিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2