অবশেষে এলো মাহেন্দ্রক্ষণ, দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান
স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে ফিরেছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪০মিনিট। ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল সময়টি। দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে এই সময়েই প্রিয় মাতৃভূমিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জায়মা রহমানকে সাথে নিয়ে ফিরেছেন বাংলাদেশে।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী-কন্যা ও সফরসঙ্গীদের সাথে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে অবতরণ করলেও সেখানে নামেননি তিনি। সেখান থেকে সকাল ১১.০৪ মিনিটে BG202 নম্বর ফ্লাইটটি ঢাকায় আসার জন্য উড্ডয়ন করে।
পরে বেলা পৌনে বারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানবন্দর থেকে বের রাজধানীর ৩০০ ফিটে তৈরি হওয়া সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান। সেখানে উপস্থিত লাখো নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখবেন। এরপর সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি ও তার পরিবার।
এর আগে ২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান।
সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের দেশে ফেরা হয়নি আর। তবে সেই আক্ষেপ ফুরিয়েছে। ফিরেছেন মাতৃভূমিতে।
বিভি/এজেড




মন্তব্য করুন: