খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেশের একমুঠো মাটিও নিলেন তারেক রহমান
আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন,
শ্যামল কোমল পরশ ছাড়া যে, নেই কিছু প্রয়োজন।
শাহনাজ রহমতুল্লাহর জনপ্রিয় এই দেশাত্মবোধক গানের কথাকে যেন বাস্তবে রূপ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে শাহজালাল বিমানবন্দর নেমে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং এক মুঠো মাটিও তুলে নেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে বারোটায় দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বজন ও দলের সিনিয়র নেতারা। পরে বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফুটে গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন। তার জন্য আগে থেকেই লাল, সবুজ রঙে একটি বাস সাজিয়ে রাখা হয়েছিল।
এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।
সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের বহর তারেক রহমানকে বহনকারী বাসটির সামনে হাঁটছেন। পেছনে ধীরে ধীরে লাল সবুজ গাড়িটি যাচ্ছে। গাড়ির সামনের আসনে বসে রাস্তা দুই পাশে থাকা নেতা কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান।
বিভি/এজেড




মন্তব্য করুন: