এভারকেয়ারের সামনে জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন; এই খবরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই হাসপাতাল এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখার আশায় নানা বয়সী মানুষ সেখানে জড়ো হয়েছেন।
হাসপাতালের সামনের চিত্রে দেখা যায়, অনেক নেতাকর্মী দলীয় রঙের জার্সি পরে এসেছেন। কারও মাথায় ক্যাপ, কারও কপালে ব্যান্ড, হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড। কেউ কেউ আবার বিএনপির লোগো সংবলিত ব্যাজ পরেছেন।
নেতাকর্মীদের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে হাসপাতালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: