আই হ্যাভ আ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ববরেণ্য নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। আর আমি দেশবাসীকে বলতে চাই, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি ফর মাই পিপল’।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ১৭ বছর পর দেশে ফেরার ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনে সংবর্ধনার মঞ্চে উঠে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু নিরাপদে ঘর থেকে বের হতে পারে। আর এসব কাজে সবাইকে, বিশেষ করে তরুন প্রজন্মকে প্রত্যাশিত ভূমিকা পালন করতে হবে।
সকলে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী দুঃশাসনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, বিগত ১৫ বছরে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী না, সাধারণ মানুষ গুম খুনের শিকার হয়েছে।
এরপর সদ্য শহীদ হওয়া জুলাইয়ের অন্যতম নায়ক ওসমান হাদীকে নিয়ে তিনি বলেন, প্রজন্মের সাহসী সদস্য ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। সে চেয়েছিল এই দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে।
৭১ ও ২৪ শহীদ মানুষের রক্তের ঋণ শোধ করতে হবে। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, যেকোন উসকানির মুখে ধীর ও শান্ত থাকতে হবে। সবাই মিলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আমরা শান্তি চাই।
এরপর নিজের ইচ্ছার কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আই হ্যাভ আ প্লান, ফর মাই কান্ট্রি ফর মাই পিপল। সেই প্লানটা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আর এই পরিকল্পনা বাস্তবায়নে সব মানুষের সহযোগিতা লাগবে।
দীর্ঘদিন পর দেশে ফিরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নবী করিম (স.) এর ন্যায় পরায়ণতার আলোকে দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
দেশে ফিরে অসুস্থ মাকে দেখতে না গিয়ে কেন তিনি সংবর্ধনার মঞ্চে তার ব্যাখ্যায় তারেক রহমান বলেন, সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার পাশে পড়ে আছে। কিন্তু যে মানুষগুলো নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের ফেলে আমি হাসপাতালে যেতে পারি না। তাই আপনাদের কাছে এসেছি।
পরে সব ধর্মের মানুষকে নিয়ে তিনি বলেন, যেকোনো ধর্মের যেকোনো দলের মানুষ হই না কেন, যেকোন মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোন ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে সেরকম দেশ গড়বো। এরপর সবাইকে বিশৃঙ্খলা পরিহারের আহ্বান জানান তিনি।
বিভি/এজেড




মন্তব্য করুন: