• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান

প্রকাশিত: ১৭:০৪, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান

গণসংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন। তার যাত্রাকে ঘিরে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয় এবং হাসপাতালের সামনের এলাকা থেকে বিএনপির নেতা–কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা ৪০ মিনিটের পথ পাড়ি দিয়ে রাজধানীর ৩০০ ফিট সড়ক বা জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান। বিকেল সাড়ে তিনটার কিছু আগে তিনি সেখানে পৌঁছান। মঞ্চে উঠেই রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া নেতা–কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। বিকেল চারটার দিকে তিনি সেখানে ভাষণ দেন।

এরও আগে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের আদরের পোষা বিড়াল ‘জেবু’।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2