• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

রাজধানী ছাড়ছেন বিএনপির নেতাকর্মীরা

প্রকাশিত: ১৮:৪৬, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজধানী ছাড়ছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজধানী ছাড়তে শুরু করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে তারেক রহমানের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বাচলের সংবর্ধনাস্থল থেকে ফিরে যেতে দেখা যায় তাদের।

জানা যায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দুদিন আগ থেকেই রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর থেকেই সংবর্ধনাস্থল ঘিরে ব্যাপক জনসমাগম দেখা যায়, যা সময়ের সঙ্গে সঙ্গে জনস্রোতে রূপ নেয়।

বিকাল ৪টার দিকে বাস থেকে নেমে সংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। তিনি মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পূর্বাচলের পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠের কাঠামোতে নির্মাণ করা হয় ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। ওই বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের পর দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে আর দেশে ফেরা হয়নি তার। একের পর এক মামলায় দীর্ঘদিন প্রবাসে অবস্থান করতে হলেও অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2