• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৭:১০, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে আমরা জয়ী হবো।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এরপরই এই বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হবো।

এ আগে একই দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনাস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উঠে তিনি তার জন্য বরাদ্দ বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ার টেনে সেটাতে বসেন। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2