• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

হাদি-শহিদদের রক্তের ঋণ শোধ করতে তাদের প্রত্যাশিত দেশ গড়ে তুলবো: তারেক রহমান

প্রকাশিত: ১৭:৩১, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৪, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদি-শহিদদের রক্তের ঋণ শোধ করতে তাদের প্রত্যাশিত দেশ গড়ে তুলবো: তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির অবদানের কথা স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘কয়েকদিন আগে ওসমান শহিদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন, এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১-এ যারা শহিদ হয়েছে, ২৪-এ যারা শহিদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে। গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তুলতে হবে। আমরা দেশের শান্তি চাই।'

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি ২০২’ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ পেরিয়ে মাটি ছুঁয়ে দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2