• NEWS PORTAL

  • শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে তারেক রহমান

প্রকাশিত: ২৩:২৩, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:৩৬, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে তারেক রহমান

জাতির সূর্যসন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ১০মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন।

তার আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার মধ্যেও তাদের চলাচল ও কার্যক্রম ছিল স্বাভাবিক।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাড়িতে বসেই জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 

নিয়ম অনুযায়ী শুক্রবার বিকালে তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদেরও তৎপর থাকতে দেখা যায়।

জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2