বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কাঁদলেন তারেক রহমান
১৭ বছর পর দেশে ফিরে প্রয়াত রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কেঁদে দেন বিএনপির এই নেতা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের জন্য জিয়া উদ্যানের পথে রওনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সেখানে শ্রদ্ধা জানিয়ে সাভার স্মৃতিসৌধের পথে রওনা হয় তার গাড়িবহর।
রাত সাড়ে ১০র দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। এর আগে তার পক্ষ হতে স্মৃতিসৌধে ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপি নেতা তারেক রহমান। জনসমুদ্রে শুভেচ্ছা বিনিময়, বক্তৃতা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি। এরপর রাতে বিএনপি নেতা শুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: