• NEWS PORTAL

  • শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে এক নজর দেখতে সাভারজুড়ে ১০ ঘণ্টা অপেক্ষা নেতাকর্মীদের

প্রকাশিত: ২৩:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:৪৬, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানকে এক নজর দেখতে সাভারজুড়ে ১০ ঘণ্টা অপেক্ষা নেতাকর্মীদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত ১০টার দিকে দলীয় নেতাকর্মী ও গাড়িবহর নিয়ে জাতীয় স্মৃতিসৌধের সামনে পৌঁছেন। তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে ভেতরে প্রবেশ করেছেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকেই সাভার ও জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনভর শান্তিপূর্ণভাবে মহাসড়কের পাশে অবস্থান করে তারা প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় থাকেন।

জুমার নামাজের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী, আমিনবাজার, বলিয়ারপুর, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংক টাউন, গেন্ডা, সাভার বাজার, রেডিও কলোনি, বিশ মাইল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন বাসস্টেশন ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। একই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এলাকাতেও বিএনপি ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।

বিশেষ করে স্মৃতিসৌধের আশপাশে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নেন। তারা জাতীয় পতাকা হাতে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। দীর্ঘ সময় ধরে অবস্থান করলেও নেতাকর্মীদের আচরণ ছিল সংযত ও নিয়ন্ত্রিত।

তারেক রহমান রাত ১০টায় সাভারে পৌঁছালেও দুপুর থেকে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অপেক্ষা করতে থাকেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বিঘ্ন ঘটে। ধামরাই, কালিয়াকৈর, মির্জাপুর, টঙ্গীসহ রাজধানীতে প্রবেশ পথে প্রায় ৮ ঘণ্টা কমবেশি যানজট দেখা দেয়। তবে, বিএনপির পক্ষ থেকে এ জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে রাত সোয়া ১০টায় সৌধের ভেতরে প্রবেশ করেন। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে সৌধের প্রধান ফটকে স্বাগত জানান। পরে সৌধের মূল বেদীতে কিছু সময় দাড়িয়ে থেকে অতিবাহিত করেন তিনি। 

এদিন শুধু দলীয় নেতাকর্মী নয়, সাভার ও আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে তারেক রহমানকে এক নজর দেখার আগ্রহ প্রকাশ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2