তাসনিম জারা-তাজনূভাদের দলে নিতে চান আমজনতার তারেক
সদ্য এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির দুই গুরুত্বপূর্ণ আলোচিত নেত্রী তাসনিম জারা ও তাজনূভা জাবীন। বেশ কয়েকজন পদত্যাগের পাইপলাইনেও রয়েছেন বলে গুঞ্জন উঠেছে। এদিকে এই পদত্যাগীদের দলে পেতে চাইছেন আমজনতার দলের মো. তারেক রহমান।
রবিবার (২৮ ডিসেম্বর) আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান নিজের ফেসবুক পেইজে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।
নিজের ওই পোস্টে তারেক রহমান লেখেন, আমাদের রাজনৈতিক ইতিহাসে, যুক্তি-তর্কের বিবাদ আছে, কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি আমাদের নেই। দরকার হলে জনতার কাছে ভিক্ষা চেয়েছি দলের জন্য, কারো গলায় পাড়া দিয়ে অর্থ সংগ্রহ করিনি। নির্বাচনের জন্য সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি।
অন্যদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও রবিবার যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন। তাসনিম জারা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাজনূভা জাবীন নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।
এ ছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।
এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
বিভি/টিটি




মন্তব্য করুন: