• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৭ আসনে কাকে বেছে নেবে জামায়াত জোট, এনায়েত না তারেক আদেল?

প্রকাশিত: ২০:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-৭ আসনে কাকে বেছে নেবে জামায়াত জোট, এনায়েত না তারেক আদেল?

ঢাকা-৭, জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন পুরান ঢাকা ঐতিহ্যবাহী আদেল পরিবারের সন্তান ব‍্যবসায়ী তারেক এ আদেল। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন ব্যবসায়ী হাফেজ হাজী এনায়েত উল্লাহ। এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হামিদুর রহমান হামিদ।

জামায়াত এবং এনসিপি দু’দলের দুই প্রার্থীই পুরান ঢাকার স্থানীয় ও ব্যবসায়ী। জোট হওয়ায় কাকে বেছে নেবে এই প্রশ্ন এখন সর্বমহলে। ৫ আগস্টের পর নতুন প্রার্থী হিসেবে ঢাকা-৭ এ প্রচার প্রচারণা চালিয়ে আসছেন জামায়াত প্রার্থী হাজী এনায়েত উল্লাহ। অন্যদিকে এনসিপির প্রার্থী তারেক এ আদেল এক দশকের বেশি সময় মাঠে কাজ করছেন। নিয়মিত মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য প্রার্থী হয়েছেন।

তারেক এ আদেলের বাবা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ছিলেন বাংলাদেশের প্রভাবশালী একজন রাজনীতিবিদ। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে ঢাকা-৭ আসন থেকে সংসদ সদস্য হন। এরআগে তিনি ১৯৭৯ সালে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মেয়র হানিফকে হারিয়ে এমপি হন। ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র।

৭ মাস আগে চলতি বছরের ১৪ মে জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেন তারেক এ আদেল। ২৪ জানুয়ারি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করেই জাতীয় পার্টির হাইকমান্ডের সাথে মতপার্থক্য হয় তার। তারেক আদেল চেয়েছিলেন এমন পাতানো নির্বাচনে জাতীয় পার্টি যেনো আর অংশ না নেন। 

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2