• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

‘নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে প্রতারণা না করলেও পারতেন’

প্রকাশিত: ২১:৩৫, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে প্রতারণা না করলেও পারতেন’

নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন বলে আক্ষেপ করেছেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতাদের উদ্দেশে এই কথা বলেন আব্দুল কাদের। 

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগ দেওয়ার খবর প্রকাশের পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ‘আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আজ এসে পূর্ণতা পেয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলাম'রা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।’

উল্লেখ্য, বিকালে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। তিনি বলেন, আট দল একসঙ্গে ছিল। আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলো হলো এনসিপি ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2