• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াতের সঙ্গে এনসিপির জোট, নেপথ্যে যে ৩ কারণ 

প্রকাশিত: ২০:০৮, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জামায়াতের সঙ্গে এনসিপির জোট, নেপথ্যে যে ৩ কারণ 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের সঙ্গে জোটভুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রবিবার (২৮ ডিসেম্বর) আট দলের পক্ষে অফিসিয়ালি এ তথ্য জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

এদিন এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে দলের যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন বলেন, ইসলামী ৮ দলের সাথে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জোট হচ্ছে তিনটা লক্ষ্যকে সামনে রেখে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ সংস্কার, অপরাধীদের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার লক্ষ্যকে সামনে রেখে এনসিপি জোটভুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, এই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদ, ফ্যাসিবাদবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2