ভোট ছাড়া ওই কারবার চললে আবার দেশ ধ্বংস হবে: আমির খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ,নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়। ভোট ছাড়া ওই কারবার চললে আবার বাংলাদেশ ধ্বংস হবে।
তিনি শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর ৩৬ নং গোসলডাঙ্গা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বারিক মিয়া স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচন বানচাল করার জন্য আগেও চেষ্টা করা হয়েছে। অনেকে এখনো চেষ্টা করছেন, পারবেন না ইনশাল্লাহ।
আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, এরশাদের সময় তার সাথে আপোষ করে শেখ হাসিনার সাথে আরো একটি দল নির্বাচনে গিয়েছিল। এক এগারোর পরে ও তাদের আপোষ হয়েছে। কিন্তু গণতন্ত্র, আধিপত্যবাদের বিরুদ্ধে মৃত্যুর শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তারেক রহমান বিদেশ থেকে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি নতুন রাজনীতির সূচনা করেছেন।
শেষে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিভি/এজেড




মন্তব্য করুন: