মনোনয়ন বৈধের ঘোষণায় প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা
তাসনিম জারা।
আসন্ন ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাসনিম জারা। শুরুতে মনোনয়ন বাতিল হলেও আপিলের পর আজ সুখবর পেয়েছেন তিনি। বাতিল হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি।
আজ শনিবার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় কমিশন। এ সিদ্ধান্তের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-৯ আসনের এই প্রার্থী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা ৯ আসনে জনগণের সমর্থিত সতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
বিভি/এজেড




মন্তব্য করুন: