• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

দুই একদিনেই এনসিপির আসন সমঝোতা চূড়ান্ত হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ০৯:০২, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দুই একদিনেই এনসিপির আসন সমঝোতা চূড়ান্ত হবে: নাহিদ ইসলাম

দুই একদিনের মধ্যে জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার, আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক শেষে তিনি এ তথ্য  জানান। নিরাপত্তাহীনতার কারণে এ সমঝোতা করতে হয়েছে বলেও জানান নাহিদ।

এসময় একটি বিশেষ রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়ায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তায় ঢাকায় অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছে তারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2