• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

ঢাকা-১০ এ শিক্ষা ও নিরাপত্তার নতুন অঙ্গীকার বিএনপি প্রার্থী রবিউলের

প্রকাশিত: ২১:৪৯, ১৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫০, ১৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা-১০ এ শিক্ষা ও নিরাপত্তার নতুন অঙ্গীকার বিএনপি প্রার্থী রবিউলের

ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, এই এলাকার শিক্ষা, নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিএনপি সরকার গঠন করলে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও বহু শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এমপিওভুক্ত হয়নি। 

মঙ্গলবার ১৩ জানুয়ারি রাজধানীর ৫৫ নং ওয়ার্ড এ কিন্ডারগার্টেন শিক্ষক এবং শিক্ষার্থী আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, “এই স্কুলটি সব দিক থেকেই এমপিওভুক্ত হওয়ার যোগ্য। অথচ রাজনৈতিক কারণে তা হয়নি। বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ এটি প্রথম পাঁচটির মধ্যেই এমপিওভুক্ত হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির শিক্ষানীতিতে প্রযুক্তিনির্ভর ও আনন্দমুখর শিক্ষাব্যবস্থা চালু করা হবে। “ওয়ান টিচার ওয়ান ট্যাব”, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ইউরোপীয় মডেলের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করা হবে। তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আরবি ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, বিএনপির লক্ষ্য হবে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনা। অতীতে বিএনপির শাসনামলে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থা বিস্তারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরে সেই অর্জনগুলো নষ্ট হয়ে গেছে, যা পুনরুদ্ধার করতে চায় বিএনপি।

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কোনো আপস করা হবে না। “দলীয় পরিচয়, বংশ বা গোষ্ঠীর দোহাই দিয়ে কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। এই এলাকায় কোনো গ্যাং চলতে পারবে না। তিনি এলাকাবাসীকে অপরাধীদের তথ্য তাকে সরাসরি জানাতে আহ্বান জানান।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে তিনি বলেন, ভূমি অফিস, বিদ্যুৎ অফিসসহ সর্বত্র দুর্নীতি দেশের উন্নয়নের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি সরকার গঠন করলে প্রশাসনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

ঢাকা-১০ এর দীর্ঘদিনের গ্যাস সংকট প্রসঙ্গে রবিউল বলেন, বর্তমান সরকারের নীতির কারণে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধের দিকে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে বিদ্যমান সংযোগ সচল রাখতে প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এলাকার অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, জায়গা থাকলে খেলার মাঠ, মসজিদ ও শিক্ষা অফিস প্রতিষ্ঠা করা হবে।

 শেখ রবিউল আলম রবি বলেন, “এমপি কোনো প্রভাবশালী হবেন না, তিনি হবেন জনগণের সেবক। ঢাকা-১০ এর মানুষের অধিকার আদায়ে সংসদে শক্ত অবস্থান নেবো।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2