• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নেই: খেলাফত মজলিস

প্রকাশিত: ১৭:৩৪, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নেই: খেলাফত মজলিস

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মতে, মাঠপর্যায়ে প্রশাসনের অসহযোগিতা এবং কিছু প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বুধবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ।

ইউসুফ আশরাফ বলেন, ‘আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কিছু পরামর্শ ও অভিযোগ সিইসিকে দিয়েছি। সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে এবং ভোটকেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে, আমরা সেই দাবি জানিয়েছি। কেন্দ্র দখল বা কারচুপি যেন না হয়, সেটি নিশ্চিত করতে হবে। সিইসি আমাদের জানিয়েছেন, নির্বাচনে তিন হাজার ড্রোন মোতায়েন করা হবে। তবে আমরা মনে করি, এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’

নির্বাচনী মাঠের কিছু সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে তিনি আরও বলেন, নেত্রকোনা-১ কলমাকান্দা উপজেলার ইউএনও নিরপেক্ষভাবে কাজ করছিলেন। কিন্তু একটি নির্দিষ্ট দলের প্রার্থী তাকে প্রত্যাহার করতে বলেন। আমরা সেই কর্মকর্তাকে পুনরায় বহালে রাখার দাবি জানিয়েছি।

এছাড়া ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থীর লোকজন খেলাফত মজলিসের কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ইউসুফ আশরাফ বলেন, ‘সিইসি আমাদের নির্বাচনী অভিযোগ কমিটিতে অভিযোগ দিতে বলেছেন। পাশাপাশি বিষয়টি সিইসি ও সচিবকে অবহিত করার পরামর্শ দিয়েছেন।’

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে খেলাফত মজলিসের এই নেতা বলেন, কোনো কোনো দলের প্রধান যা খুশি বলে বেড়াচ্ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদাহরণ টেনে তিনি বলেন, একজন প্রার্থী ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা সরাসরি আচরণবিধির লঙ্ঘন। এসব ঘটনা থেকেই প্রতীয়মান হয় যে, নির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত