• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

বিএনপির দুই নেতাকে শোকজ

প্রকাশিত: ১৮:০৫, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিএনপির দুই নেতাকে শোকজ

ফাইল ছবি

খুলনায় বিএডিসির লেবার কমিশন নিতে বিএনপি নেতাদের মরিয়া তৎপরতা নিয়ে গত শুক্রবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে মহানগর বিএনপি নেতাদের।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন— খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং থানা বিএনপির সদস্য মো. সাহেদুজ্জামান জুম্মান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে বিএডিসি গুদামে প্রভাব বিস্তার সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে যায় মহানগর বিএনপি। কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে বুধবার রাত ৮টার মধ্যে মনিটরিং সেলের সামনে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের আগেও নানা নেতিবাচক কারণে পত্রিকার শিরোনাম হয়েছেন। এর আগে কুয়েটে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছি। সূত্র জানায়, একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে এখন নিজের পদ-পদবি টিকিয়ে রাখতে তিনি মরিয়া হয়ে উঠেছেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন গণমাধ্যমকে জানান, দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কোনো প্রকার অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে অভিযুক্তদের বিরুদ্ধে বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সম্প্রতি সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে মহানগর বিএনপি তাদের মনিটরিং সেলকে আরও সক্রিয় করেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত