জনসাধারণের নিরাপত্তায় ধানের শীষের বিকল্প নেই: রহমাতুল্লাহ
জনসাধারণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় বরিশাল সদর রোডের কাকলি মোড় থেকে বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরুর সময় তিনি এসব কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিলো তখন দেশের আপামর জনগণ নিরাপদে বসবাস করার সুযোগ পেয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষকে আবারও বিজয়ী করতে হবে।
তিনি অভিযোগ করেন, বিএনপি ও ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। তবে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে এসব মিথ্যাচার ও অপপ্রচারের উপযুক্ত জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালান এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-৫ সদর আসনের ধানের শীষ মার্কার ১ম দিনের প্রচারণায়, সদর রোড, ফজলুল হক এভিনিউ ও চকবাজার এলাকায়। লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বিভি/এসজি



মন্তব্য করুন: