• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ধানের শীষের প্রচারণায় ঢাবিতে প্রিন্সের নেতৃত্বে ছাত্রদলের মিছিল

প্রকাশিত: ২০:৫৩, ২২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ধানের শীষের প্রচারণায় ঢাবিতে প্রিন্সের নেতৃত্বে ছাত্রদলের মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ। নির্বাচনকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে শুভেচ্ছা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তার এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে কলাভবন, ক্যাম্পাস শ্যাডো, মলচত্বর, ভিসি চত্বর, টি এস সি হয়ে, মসজিদ গেট দিয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্যে ছাত্রনেতা প্রিন্স তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিখ্যাত উক্তি তুলে ধরেন "I Have a plan, For the country For the people". 

তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ধানের শীষকে বিজয় করে আনবো এবং নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ায় অংশ নেব। কেন না, আমরাই ধারণ করি "করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"। 

এই শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন কবি জসীম উদদীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল ওহেদ, যুগ্ম আহ্বায়ক রায়হান আহম্মেদ, বিজয় ৭১ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ রনি, রিমন হোসেন, খ. শাহারিয়ার, জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হাকিম, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আজাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রনেতা হাসান কবিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক নেতারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত