• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ফেসবুক স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

প্রকাশিত: ২০:২৪, ২২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ফেসবুক স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি। দলের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মো. দ্বীন ইসলাম শুভ গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন। 

একই সঙ্গে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল (অর্থবিষয়ক) দায়িত্বও পালন করছিলেন দ্বীন ইসলাম। জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে দ্বীন ইসলাম লেখেন, গত ৫ আগস্টের পর তিনি জামায়াতের রাজনীতিতে যুক্ত হন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আদর্শ থেকেই তার রাজনীতিতে আসা। তবে পরে দলীয় পর্যায় থেকে পাওয়া কিছু বার্তা তার আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে। এ কারণেই তিনি জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপ‌তি মো. তোফাজ্জল সিপাহি বলেন, ৫ আগস্টের পর অনেকেই জামায়াতের রাজনীতিতে যুক্ত হয়েছেন। শুভও তখন সংগঠনে যোগ দেন। শুরুতে তাকে ইউনিয়ন বাইতুল মাল-এর দায়িত্ব দেওয়া হয়। পরে ৭ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পান।

কলাপাড়া উপ‌জেলা জামায়া‌তের আমীর মুহাম্মদ আবদুল কাইউম বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তার (দ্বীন ইসলাম) কিছু ত্রুটি ছিল। তবে তিনি কী কারণে পদত্যাগ করেছেন, তা সংগঠনের পক্ষ থেকে নিশ্চিতভাবে জানা নেই। তি‌নি সম্ভবত আরেক‌টি ইসলামী সংগঠ‌নের ম‌ঙ্গে যুক্ত হ‌য়ে‌ছেন। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত