• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চতুর্থ শ্রেণির ছাত্র হলেন উপজেলা ছাত্রলীগের নেতা

প্রকাশিত: ১৭:০৪, ৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:০৭, ৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
চতুর্থ শ্রেণির ছাত্র হলেন উপজেলা ছাত্রলীগের নেতা

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য হলেন চতুর্থ শ্রেণির ছাত্র। ১২ বছর বয়সী ওই শিশুর নাম আজমাইন আঞ্জুম নোয়েল। গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল এ কমিটির অনুমোদন দেন।

সূত্র জানায়, লালমাই উপজেলা প্রতিষ্ঠার চার বছর পর সোমবার ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শাহপরান সওদাগরকে সভাপতি ও আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়। ৭১ সদস্যের ওই কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে আজমাইন আঞ্জুম নোয়েল- এর নাম থাকায় সমালোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার মুখে বুধবার (৬ অক্টোবর) বিকালে এক বিজ্ঞপ্তিতে নোয়েলকে অব্যাহতি দেওয়া হয়।

চতুর্থ শ্রেণির নয়, নোয়েল-এর বাবা ইউনিভার্সাল কামাল বলছেন সে কুমিল্লা নগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। 

তিনি বলেন, ‘আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টার সমাধান করবো।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ‘ভুলবশত আজমাইন আঞ্জুম নোয়েল-এর নাম কমিটিতে তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর বুধবার উপজেলা কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

 

বিভি/এইচডব্লিউ/রিসি 

মন্তব্য করুন: