• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

খালেদা জিয়া’র জন্য নতুন কর্মসূচি 

প্রকাশিত: ১৫:০৯, ২৪ নভেম্বর ২০২১

আপডেট: ১৫:৩২, ২৪ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
খালেদা জিয়া’র জন্য নতুন কর্মসূচি 

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে দলের যৌথসভা শেষে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে দেশজুড়ে বিক্ষোভ, দোয়া, সমাবেশ এবং মৌনমিছিল।

২৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল। এই কর্মসূচি সন উপজেলা, জেলা ও মহানগরেও পালন করা হবে।

২৬ নভেম্বর বাদ জুমআ দেশজুড়ে বেগম খালেদা জিয়া'র সুস্থতার জন্য দোয়া করা হবে।

২৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি দেশব্যাপী পালিত হবে।

৩০ নভেম্বর বিভাগীয় সদরগুলোতে সমাবেশ করবে বিএনপি। ১ ডিসেম্বর দেশজুড়ে সমাবেশ করবে ছাত্রদল। ২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে মুক্তিযোদ্ধা দল। ৩ ডিসেম্বর কৃষকদল দেশজুড়ে সমাবেশ করবে। ৪ ডিসেম্বর দেশব্যাপী মৌনমিছিল করবে জাতীয়তাবাদী মহিলা দল।

বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া’র শারীরিক অবস্থার প্রেক্ষিতে প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন:
বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 
ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর, ধাওয়া-পাল্টা ধাওয়া 
খালেদা জিয়া’র ইস্যুতে দেশে রেড অ্যালার্ট জারিঃ পুলিশের সব ছুটি বাতিল

বিভি/এনএম/এএন

মন্তব্য করুন: