সংগঠনের পুনর্গঠনের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত: আবদুস সালাম
ঢাকা দক্ষিণ বিএনপির সকল থানা কমিটির বিলুপ্ত ঘোষণা
								
													ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য ও চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির বিলুপ্তি ঘোষণার তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে প্রেরিত এক বার্তায় জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল থানা কমিটির বিলুপ্তি ঘোষণা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
হঠাৎ করেই কমিটির বিলুপ্তি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘সংগঠনের পুনর্গঠনের অংশ হিসেবেই আমরা দক্ষিণের সকল থানা কমিটির বিলুপ্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’
দুয়েকদিনের মধ্যেই ওয়ার্ড কমিটিগুলো ঘোষণা করে হবে উল্লেখ করে দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, ‘সংগঠনের গতিশীলতার জন্যই পর্যায়ক্রমে ওয়ার্ড এবং থানা কমিটি ঘোষণা করা হবে। এরই অংশ হিসেবে বর্তমান কমিটির বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।’
বিভি/এজেড
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: