• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৪, ২৬ মে ২০২২

ফন্ট সাইজ
গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 

বিএনপির চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকি, দেশ বরেণ্য ব্যক্তির নামে অশোভন মন্তব্য ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে ডা. ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে জেলা কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শামছুজ্জোহা খান, কৃষি বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, মো. আনিছুর জামান খান বাবু, গ্রাম বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, মাহমুদুল নবী টিটুল, সাধারণ সম্পাদক জেলা বিএনপি গাইবান্ধা, কৃষক দলের নেতা ইলিয়াস হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বপনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা। 

বক্তরা বলেন, অবিলম্বে খালেদা জিয়ার প্রাণনাশের হুমকি ও ছাত্রদলের  নেতাকর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীদের চিহিৃত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। 

বিভি/এফকে/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2