চিকিৎসার জন্য ভারত যেতে পারলেন না আলাল

ফাইল ছবি
হাইকোর্টের কাগজপত্র থাকা সত্ত্বেও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যে কারণে চিকিৎসার জন্য ভারত যেতে পারেননি তিনি। সকাল পৌনে ৯ টায় তাকে ফিরিয়ে দেওয়া হয়।
মোয়াজ্জেম হোসেন আলাল বাংলাভিশনকে জানিয়েছেন তাকে সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে বিদায় দেওয়া হয়েছে। ইমিগ্রেশনের সামনে দুটি চেয়ার দিয়ে স্ত্রীসহ আলালকে বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত তাকে এজেন্সির কথা বলে চিকিৎসার জন্য ভারতে যেতে দেওয়া হয়নি।
মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনিতে টিউমার ধরা পড়েছিল। অপারেশন করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে মেডিক্যাল চেকআপের জন্য তাকে নিয়মিত দেশের বাইরে যেতে হয়। তিনি জানান, তার ইমার্জেন্সি মেডিকেল ভিসা রয়েছে।
বিভি/এনএ
মন্তব্য করুন: