• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপির নয়াপল্টনে সমাবেশের উদ্দেশ্য গণ্ডগোল করা: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৯:১৮, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিএনপির নয়াপল্টনে সমাবেশের উদ্দেশ্য গণ্ডগোল করা: তথ্যমন্ত্রী

গণ্ডগোল সৃষ্টির উদ্দেশ্যেই আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি তাদের সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, জনসমাগম কম হওয়ার শঙ্কায় তারা নয়াপল্টনের ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করতে চায়।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি তাদের সমাবেশে লোকসংখ্যা যে ৩০ থেকে ৫০ হাজারের বেশি হবে না সেটি আগে থেকেই জানে। এ সংখ্যাও যদি হয়, কোনো অবস্থাতেই একটি ব্যস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়। নয়াপল্টনের পুরো এক কিলোমিটার রাস্তা জুড়েও যদি মানুষ বসে তাহলে ৫০ হাজারের বেশি না। তবুও সেখানেই সমাবেশের ওপর জোর দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করছে—প্রথমত, তারা শঙ্কিত ওখানে তেমন লোক হবে না। দ্বিতীয়ত, রাস্তায় সমাবেশ করলে গন্ডগোল করতে সুবিধা হয়। এই দুই উদ্দেশ্যে তারা সেখানে সমাবেশ করতে চায়।’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বড় সমাবেশ কখনও রাস্তায় হয় না, রাস্তায় সমাবেশ করাটা অনুচিত, এতে জনগণের দুর্ভোগ হয়। আপনারা সাংবাদিকরাই লেখেন এবং টেলিভিশনে দেখান যে রাস্তায় সমাবেশ করতে গিয়ে জনগণের দুর্ভোগ হচ্ছে। সরকার সমাবেশ করার অনুমতি দিতে পারে কিন্তু গন্ডগোল করার উদ্দেশ্যে কোনো সমাবেশ করার অনুমতি তো দিতে পারে না।’

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2