• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএন‌পি কার্যালয়ে যেতে চাইলে মান্নাসহ ‘গণতন্ত্র মঞ্চ’র নেতাদের বাধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ৭ ডিসেম্বর ২০২২

আপডেট: ২১:৩৩, ৭ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিএন‌পি কার্যালয়ে যেতে চাইলে মান্নাসহ ‘গণতন্ত্র মঞ্চ’র নেতাদের বাধা

‘গণতন্ত্র মঞ্চ’র নেতৃবৃন্দ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যাল‌য়ে বিএন‌পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার প‌থে কাকরাইল নাইটিংগেল মো‌ড়ে তা‌দের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৭ ন‌ভেম্বর) সন্ধ্যা ৬টার পর গণতন্ত্র মঞ্চ’র নেতৃবৃ‌ন্দকে কাকরাইলে আট‌কে দেয় পু‌লিশ সদস্যরা। এরপর সেখান থে‌কে তারা ফি‌রে যান।

এসময় উপ‌স্থিত ছি‌লেন গণতন্ত্র মঞ্চ’র সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

আরও পড়ুন: 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2