• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপিকে ঢাকায় গণমিছিলের অনুমতি দিল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৭, ২৭ ডিসেম্বর ২০২২

আপডেট: ২৩:১৫, ২৭ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিএনপিকে ঢাকায় গণমিছিলের অনুমতি দিল ডিএমপি

দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপিকে গণমিছিলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ কর্মসূচিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য  জানান।

এর আগে ডিএমপি কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে এসে দেখা করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপি নেতা জাহিদ হোসেন বলেন, আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের কর্মসূচি যেন শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে করা যায়, সেজন্য গণমিছিলের যে রুট সেটি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে।

তিনি বলেন, গণমিছিলের কর্মসূচিতে পছন্দ অনুযায়ী রুটে করার বিষয়ে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর বাদ জুমা নয়াপল্টন থেকে গণমিছিল শুরু হবে। সেটি সুষ্ঠুভাবে করতে সব ধরনের সহযোগিতা পুলিশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণমিছিল কর্মসূচিতে পুলিশ কোনো শর্ত দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা জাহিদ হোসেন সরাসরি কোনো উত্তর দেননি।

তবে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপির প্রতিনিধি দল এসেছিলেন। তাদেরকে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। কোনো শর্ত দেওয়া হয়েছিলো কি না সেবিষয়ে তিনি বলেন, তাঁদের কোনো শর্ত দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে। গণমিছিলের রাস্তাও তাঁদের সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: