অবশেষে নির্বাচনী প্রতীক পেলেন হিরো আলম

হিরো আলম
বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী হিরো আলমের প্রার্থিতা বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পান।
আরও পড়ুন:
এর একদিন পর বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তাকে প্রতীক বরাদ্দ দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান ও বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন।
প্রতীক বরাদ্দ দিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, 'হিরো আলম অদম্য। তার মানসিক স্পিড দারুণ। তার জন্য শুভ কামনা রইল। নির্বাচন সুষ্ঠু হবে। '
প্রতীক পেয়ে হিরো আলম বলেন, 'আমি সিংহ প্রতীক চেয়েছিলাম। কিন্তু সিংহ প্রতীক বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন দলের তা জানতাম না। ২০১৮ সাল থেকে ওই প্রতীক নিবন্ধিত। তাই প্রতীক পরিবর্তন করে একতারা মার্কা নিলাম।'
হিরো আলম আরও বলেন, 'গত নির্বাচনে আমার লোক কম ছিল তাই হামলা করেছিল। এবার আমার কর্মী বাহিনী অনেক বেশি। তাই কেউ হামলা করতে এলে পাল্টা হামলা হবে।'
আরও পড়ুন:
বিভি/জোহা
মন্তব্য করুন: