• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সরকারের মন খারাপের কোনো কারণ নেই: ওবায়দুল কাদের

প্রকাশিত: ২১:০০, ২৮ মে ২০২৩

ফন্ট সাইজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের কিছু মানুষ নিষেধাজ্ঞার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে। এসবে সরকারের মন খারাপের কোনো কারণ নেই বলেন মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন অনুষ্ঠানে বিএনপি-ই বাধা সৃষ্টি করতে চায় বলে ওবায়দুল কাদের অভিযোগ করেন। 

রবিবার (২৮ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সাথে দলটির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর যৌথ সভা হয়। 

সভায় অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথেই হাঁটছে সরকার। নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে মার্কিন ভিসা নীতির পরিপন্থী কাজ করছে বিএনপি। সব দেশেই আওয়ামী লীগের বন্ধু রয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

আগ বাড়িয়ে কারো ওপর আক্রমণ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। তবে কেউ আক্রমণ করতে এলে ছাড় না দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও গণতন্ত্র জয়ী হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

বিভি/এজেড

মন্তব্য করুন: