• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায়: সেতুমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায়: সেতুমন্ত্রী 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নীল নকশা অনুসারে বিদেশি প্রভুদের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায় নিমজ্জিত। 

বিএনপি নির্বাচনে না এলে সেই নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অংশগ্রহণমূলক বিবেচিত হবে না'- বিএনপির এমন অপপ্রচার মুখ থুবড়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ( ২৯ মে) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র এখন ভেস্তে গেছে। একই সাথে নির্বাচন বানচালে বিএনপির আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

বিদেশি প্রভুদের তুষ্ট করতে বিএনপি মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আশানুরূপ সাড়া না পেয়ে তারা এখন মার্কিন ভিসা নীতি নিয়ে সরকারের বিরুদ্ধে কুৎসা রটাতে নতুন নাটক শুরু করেছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: