• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আজ দেশ স্বাধীন নেই, পরাধীন হয়ে গেছে: আবদুল্লাহ আল নোমান

প্রকাশিত: ১৯:১০, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
আজ দেশ স্বাধীন নেই, পরাধীন হয়ে গেছে: আবদুল্লাহ আল নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, আজ দেশ স্বাধীন নেই, পরাধীন হয়ে গেছে। স্বাধীন দেশের স্বাদ মানুষ পাচ্ছে না। 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। মঙ্গলবার (৩০ মে) বিকালে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।  

তিনি বলেন, দেশে মানবাধিকার নেই, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে। আবার একাত্তরের মতো লড়াই করে দেশকে শোষণমুক্ত করতে হবে। 

আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আহ্বান জানান। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির পথ ধরে এগিয়ে যাবে বিএনপি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ অন্যরা।

বিভি/এনইউ/টিটি

মন্তব্য করুন: