• NEWS PORTAL

সোমবার, ০২ অক্টোবর ২০২৩

আমলাদের প্রণীত বাজেট সংসদে লোক দেখানো: মেনন

প্রকাশিত: ১৪:৩১, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
আমলাদের প্রণীত বাজেট সংসদে লোক দেখানো: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমলাদের প্রণীত বাজেট সংসদে লোক দেখানো আলোচনায় পাশ হয়। 

বুধবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এএলআরডি আয়োজিত 'জাতীয় বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অংশীদারিত্ব, বাজেট ভাবনা ও মনিটরিং' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মেনন বলেন, হ্যা আর না বলা ছাড়া সংসদে বাজেট পাশে কোনো ভূমিকা নেই। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও গবেষক  ড. আবুল বারকাত। তিনি  বলেন, দেশে কালো টাকার পরিমান ১২২ লক্ষ কোটি টাকা। জাতীয় স্বার্থে পাচারকরা টাকা দেশে আনার তাগিদ দেন তিনি। পরামর্শ দেন বার্ষিক বাজেটের পাশাপাশি পাঁচবছর মেয়াদি বাজেট প্রণয়নের। সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার দুর্বল কাঠামোর কারণেই বেকার বাড়ছে, কমছে কর্মসংস্থান।

বিভি/রিসি

মন্তব্য করুন: