দেশব্যাপী জাকের পার্টির ৩ শতাধিক জামাত অনুষ্ঠিত
ছবি: জাকের পার্টির ঈদ জামাত
জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের ৩ শতাধিক জামাত অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় একযোগে সকল জামাত অনুষ্ঠিত হয়। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ফরিদপুরের সদরপুরের বাইশরশি জাকের মঞ্জিলে ঈদের নামাজ আদায় করেন।
প্রতিটি জামাতে অভিন্নভাবে দেশ ও জাতির সুখ,শান্তি,সমৃদ্ধি অগ্রগতি ও অখন্ডতা, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি সর্বোপরি শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
নামাজ শেষে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি ঈদ শুভেচ্ছা জানান। তিনি দেশের অখন্ডতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ফিলিস্তিনের গাজায় নৃশংস মুসলিম নিধন প্রতিরোধে আরব বিশ্বের দেশগুলোর নিশ্চুপ ভুমিকার তীব্র নিন্দা জানান জাকের পার্টি চেয়ারম্যান। অনতিবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধের জোর দাবী জানান মোস্তফা আমীর ফয়সল।
বিভি/এমআর
মন্তব্য করুন: