• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশের বন্যার্তদের জন্য কাবা শরীফের সাবেক ইমামের দোয়া

প্রকাশিত: ১৭:৫৫, ২৬ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশের বন্যার্তদের জন্য কাবা শরীফের সাবেক ইমামের দোয়া

ভারতীয় উজান ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বাংলাদেশের অন্তত ১২টি জেলা পর্যুদস্ত। তলিয়ে গেছে ফসলি জমি-ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। দেশবাসী সবাই একত্রিত হয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এবার বাংলাদেশের এই বানভাসী মানুষের জন্য দোয়া করেছেন পবিত্র কাবার সাবেক ইমাম শায়েখ ড. হাসান আল বুখারি হাফিজাল্লাহ।

শনিবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক কিরাত সংস্থা মহাসচিব, বিশ্ববরেণ্য আলেম ও ক্বারি শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ।

তিনি জানান, শুক্রবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম, হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন, বিশ্ববিখ্যাত আলেম, শায়েখ ড. হাসান আল বুখারি হাফির আমন্ত্রণে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বাংলাদেশ সফরের দাওয়াত দিলে ড. হাসান বুখারি দাওয়াত কবুল করেন। তিনি বলেন, কোরআন প্রচারে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

পবিত্র কাবার সাবেক এই ইমাম এ সময় বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বন্যা ও আহত-নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত শায়েখ মোস্তফা আল বাসরতি ও কাতারের ইমাম শায়েখ সাইয়্যেদ মাহফুজ প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৫ সালের রমজান মাসে শেষ ১০ দিনে মসজিদুল হারামের তারাবির নামাজের অতিথি ইমাম ছিলেন শায়েখ ড. হাসান আল বুখারি হাফিজাল্লাহ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2