• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

শিক্ষকের মর্যাদা সম্পর্কে যা বলেছেন মহানবী (স.)

প্রকাশিত: ১৭:৪৯, ৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
শিক্ষকের মর্যাদা সম্পর্কে যা বলেছেন মহানবী (স.)

প্রতীকী ছবি

ইসলামে শিক্ষকের মর্যাদা অত্যন্ত গুরুত্বের। ইসলামিক সমাজব্যবস্থায় জ্ঞান অর্জন ও বিতরণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পূণ্যময় কাজ হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে শিক্ষকের মর্যাদা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমি শিক্ষিক হিসেবে প্রেরিত হয়েছি।’ এর মাধ্যমে তিনি শিক্ষার গুরুত্ব ও শিক্ষকের ভূমিকার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। একজন শিক্ষক জ্ঞান প্রচারের মাধ্যমে সমাজের নৈতিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে ভূমিকা রাখেন।

ইসলামের শিক্ষা অনুসারে, একটি মুসলিম সমাজে শিক্ষককে শুধু জ্ঞানের ধারক হিসেবে নয়, বরং একজন পথপ্রদর্শক হিসেবে সম্মান করা হয়। যিনি মানুষকে সঠিক পথে চালিত করতে সাহায্য করেন। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি কল্যাণের পথে কোনো মানুষকে চালিত করে, তার জন্য এর পুরস্কার রয়েছে।’ সুতরাং, একজন শিক্ষক, যিনি সঠিক জ্ঞান বিতরণ করেন, তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদার অধিকারী হন।

শিক্ষকের মর্যাদা সম্পর্কে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব-শিষ্টাচার শেখো। এবং যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো, তাকে সম্মান করো।’ (আল-মুজামুল আওসাত ৬১৮৪)

বর্ণিত আছে, ইমাম আহমদ রহ. ইসলামী জ্ঞান, তাকওয়া ও খোদাভীতির দিক দিয়ে তার শিক্ষকের তুলনায় অনেক অগ্রগামী ছিলেন, এরপরেও তিনি কখনো তার শিক্ষকের সামনে বসতেন না, বরং বলতেন, আমাদের শিক্ষকের সামনাসামনি বসার অনুমতি দেওয়া হয়নি। (তাজকেরাতুস সামে ওয়াল মুতাকাল্লিম, ৭৮)

ইমাম শাফেয়ী রহ. ইমাম মালিক রহ.-এর অন্যতম শিষ্য ছিলেন। তিনি বলেন, আমি যখন ইমাম মালেক রহ.-এর সামনে কিতাবের পৃষ্ঠা উল্টাতাম, তখন অনেক ভদ্রতা ও বিনয়ের সাথে উল্টাতাম, খেয়াল রাখতাম যেন তিনি শব্দ পেয়ে কোনওভাবে বিরক্ত না হন। (হাওয়ালা সাবেক, ৮৮)

প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানান্বেষণ করো।’

প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম প্রতিষ্ঠা, গোত্রে গোত্রে শিক্ষিত সাহাবিদের প্রেরণ, আসহাবে সুফ্ফার নিয়মিত শিক্ষণ-প্রশিক্ষণ, যুদ্ধবন্দিদের মুক্তিপণ হিসেবে শিক্ষা ইত্যাদির মাধ্যমে শিক্ষা বিস্তারের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেন। আর্থিক মূল্যমানে শিক্ষকতা পেশার পরিমাপ করা যায় না। কেননা, মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই জ্ঞানীরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে।’ (সুরা ফাতির ২৮)

পবিত্র কোরআনে আরো বর্ণিত হয়েছে, ‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?’ (সুরা জুমার ৯) আল্লাহ তাআলা শিক্ষকদের আলাদা মর্যাদা দিয়েছেন। তাদের সম্মানে ভূষিত করেছেন। ফলে মুসলিমসমাজে শিক্ষকমাত্রই বিশেষ মর্যাদা ও সম্মানের ব্যক্তি।
 
 
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2