হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬৭১ বাংলাদেশি, ৬ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন।
বুধবার (১৪ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ এর প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৩৭ হাজার ৮৮ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। পরিচালিত ১০৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ৫২টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১৬টি।
এ ছাড়া, ৫২টি ফ্লাইটে ২০ হাজার ৮২৯ জন হজযাত্রীকে সৌদি নিইয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, অন্যদিকে সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৬ হাজার ৭৫৮ জন হজযাত্রী।
এদিকে এবারের মৌসুমে বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন । এদের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন নারী।
চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল থেকে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে।
আগামী ৩১ মে শেষ হবে এবারের হজ ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই।
বিভি/টিটি
মন্তব্য করুন: